মোকামতলায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কর্মীসভায় নেতাকর্মীর ঢল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বিএনপির কর্মীসভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মোকামতলা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সেখানে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভিজে উপস্থিত হন। সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ মার্কার গ্রিন সিগন্যাল পাওয়া পদপ্রার্থী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল। স্কুল মাঠ ছাড়াও নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্কুলের বিভিন্ন বারান্দায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন।
এসময় মীর শাহে আলম বলেন, শিবগঞ্জের মানুষ ধানের শীষের প্রতি কতটা ভালোবাসা পোষণ করে, আজকের এই বৃষ্টিভেজা কর্মীসভাই তার প্রমাণ। আপনারা বৃষ্টিতে ভিজেও যে উদ্দীপনা দেখিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: