রাশিয়ার জাতীয় ঐক্য দিবসে ঢাকাস্থ রুশ হাউজে গালা কনসার্ট অনুষ্ঠিত
ঢাকাস্থ রাশিয়ান হাউসে রুশ ফেডারেশনের জাতীয় ঐক্য দিবস উপলক্ষে বুধবার এক মনোমুগ্ধকর গালা সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় উপস্থাপিত হয় রুশ ধ্রুপদী সঙ্গীতের সমৃদ্ধ ও ঐতিহ্য খ্যাতনামা সুরকার এম. গ্লিঙ্কা, সি. রাখমানিনভ, এ. দারগোমিঝস্কি, এম. মুসর্গস্কি, ডি. শোস্তাকোভিচ, সি. দ্যবুসি, এ. পেত্রোভ, সি. পজলাকভ এবং এ. বাবাজানিয়ানের অনবদ্য সৃষ্টি।
সন্ধ্যার পরিবেশক রুশ শিল্পী সের্গেই গ্লাদিশেভ (বারিটন) এবং ইয়েভগেনিয়া ইয়েরমাকোভা (পিয়ানো) তাঁদের আবেগপূর্ণ ও গভীর পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের এক উষ্ণ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা উপহার দেন।
অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন “ন্যাশনাল গ্রুপ” কোম্পানির প্রেসিডেন্ট ও বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সভাপতি সাত্তার মিয়া। তিনি দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, জাতীয় ঐক্য দিবস জাতীয় সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রতীক। রাশিয়ান হাউসের এই গালা কনসার্টটি ছিল শিল্পকলার মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করার এক উজ্জ্বল উদাহরণ, যা রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও মজবুত করেছে।
রাশিয়ান হাউস “ন্যাশনাল গ্রুপ” কোম্পানি এবং ব্যক্তিগতভাবে সাত্তার মিয়া-র প্রতি এই উৎসবমুখর সন্ধ্যার আয়োজন ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আয়োজকদের বিশ্বাস, সঙ্গীত, করতালি ও হৃদয়ের ঐক্যের মুহূর্তগুলো অতিথিদের মনে দীর্ঘদিন ধরে সুন্দর স্মৃতি হিসেবে রয়ে যাবে!

ষ্টাফ রিপোর্টার