পোরশায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নওগাঁর পোরশায় নিতপুর কপালীর মোড়ে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিতপুর কপালীর মোড় সড়কের দু’পাশে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ চার রাস্তার সংযোগ স্থল এই মোড়টিতে সবসময় বিভিন্ন যানবাহনসহ পথচারী চলাচল করেন। মোড়টিতে জ্যাম লেগেই থাকে। এতে প্রায় দূর্ঘটনার কথা শোনা যায়। রাস্তার পাশে সরকারি জায়গার উপর স্থাপনা নির্মান করে মোড়টিকে ছোট করে জ্যাম লাগানো হয়। এতে করে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, আজকের পর থেকে এখানে সরকারী জায়গার উপর কাউকে স্থাপনা নির্মান করতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে মনিটরিং করা হবে বলেও তিনি জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :