সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে সংগঠনের সৈয়দপুর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অ¤øান চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“নিত্য বাজুক বজ্রবীণা, মানুষ জাগুক জয়ে” শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর ওই আলোচনা সভা হয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সংগঠনের স্থানীয় শাখার উপদেষ্টা আব্দুল মালেক বাবলু, কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর শাখার সহ-সভাপতি শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি দলিলুর রহমান দিলু, শরীফ হোসেন মৃধা, প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম মোমিন, মাহবুবুল হক মাহবুব ও মো. সাংবাদিক আমিরুজ্জামান প্রমুখ।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে উদীচীর শিল্পীরা দলীয় ও একক সঙ্গীত এবং নৃত্য পবিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের শিশু শিল্পী প্রভা।
এর আগে শহরের সাহেবপাড়াস্থ উদীচীর নিজস্ব কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ সূচনা করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর শাখার সহ-সভাপতি শেখ রোবায়েতুর রহমান রোবায়েত এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, উদীচীর সকল সদস্যবৃন্দ ও শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপভোগ করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: