নন্দীগ্রামে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান
বগুড়ার নন্দীগ্রামে ‘জুলাইয়ের শপথ সংগ্রাম থেকে সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও শহিদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভয়েস অব জুলাই’ নন্দীগ্রাম উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়া জেলা শাখার সদস্য সচিব নাজমুল হাসান নেহাল। সঞ্চালনায় ছিলেন নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক মো. সালমির ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভয়েস অব জুলাই বগুড়া জেলা শাখার আহ্বায়ক আজিম উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন— যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, তাজনুর ইসলাম, রিয়াদ হাসান, সানজিদা ঈশা, নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য সচিব মেরাজ মিজু, ও যুগ্ম আহ্বায়ক রাকিব বাবু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মনছুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিব আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রায় শতাধিক জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। পরে গেজেটভুক্ত নিহত ১ জন শহিদ পরিবার ও আহত ১২ জন জুলাই যোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ