ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৬২ হাজার টাকার মাদক আটক
 
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বনতারা সীমান্ত এলাকায় চোরাচালান বিশেষ অভিযান চালিয়ে মালিকবীহিন ১লক্ষ ৬২ হাজার টাকার মাদক আটক করেন। গতকাল ৩১ শে অক্টোবর ফুলবাড়ী ২৯ বিজিবির অধীনস্ত বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে ২০২৫ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হন। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনতারা বিশেষ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত বিজিবির সদস্যদেরকে ঐ এলাকায় অভিযান চালার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে উল্লেখ্য টাকার মাদক আটক করেন। যাহার মূল্য ১লক্ষ ৬২ হাজার টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। চোরাচালান, নারী পাচার, সীমান্ত হত্যা শুন্যের কোঠায় এসেছে। বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলস ভাবে কাজ করছে। ভবিষ্যতে করবে।

 ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
                    
                ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি             
             
 
 
 
 
 
 
 
 
 
