পার্বতীপুরে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা : ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
-JBD24.jpg) 
দিনাজপুর পার্বতীপুরে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি ‘কিশোরকন্ঠ পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ অক্টোবর ) 'কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের'-এর সহযোগিতায় এই মেধাবৃত্তি পরীক্ষা দিনাজপুর জেলার ৬টি উপজেলায় ১২টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২টি কেন্দ্রে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় ৫হাজার ৪শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পার্বতীপুর উপজেলায় ৩টি কেন্দ্রে ৯শ ১৪ জনের মধ্যে জ্ঞানাংকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৬৫জন, ভবানীপুর কালিম মাদ্রাসা কেন্দ্রে ২শ ৬৬ জন,আমবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ৮৮ জন মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা মেধাবৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসা করেন। এধরণের আয়োজন আরো বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের জেলা নির্বাহী সদস্য আসিফ হোসেন, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি কেন্দ্র সচিব আসাদুল্লা আল গালিব, প্রতিনিধি আল ইমরান, কেন্দ্র পরিদর্শক রবিউল ইসলাম রাজা ও শাহিন আক্তার ।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে সর্বমোট বৃত্তিপ্রাপ্তদের মাঝে ২,০০,০০০/- টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকবে ল্যাপটপ, সাধারন বৃত্তিপ্রাপ্তদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ।
কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজকরা জানান, আগামী সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

 পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
                    
                পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ             
             
 
 
 
 
 
 
 
 
 
