কাহালুতে এলডিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ
 
শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার দৃর্গাপুর হাটে নির্বাচনী গণ-সংযোগ করেন এলডিপি’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস (ইকবাল)। প্রতিনিধিঃ  
                শুক্রবার দিনব্যাপী বগুড়ার কাহালু উপজেলার দৃর্গাপুর হাট, কাউড়া বাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণ-সংযোগ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার এলডিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস (ইকবাল)।  
 এ সময় উপস্থিত ছিলেন এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, সাধারণ সম্পাদক রাসেল, কালাই ইউনিয়ন এলডিপির সভাপতি ও কালাই ইউপি সদস্য আব্দুল গফুর, জামগ্রাম ইউনিয়ন এলডিপির সভাপতি মাসুদ, দৃর্গাপুর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক রমজান আলী, এলডিপিনেতা মফিজ উদ্দিন সহ এলডিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
 
 
	
১৬ মে, ২০১৯
 
 
	
 কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
                    
                কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ              
             
 
 
 
 
 
 
 
 
 
