হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
 
নীলফামারীর  সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে মাদক বিরোধী বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল চারটায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা ছাড়াও শহরের বিভিন্ন  শ্রেণি পেশার বিপুল সংখ্যক নানা বয়সী মানুষ অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরে মিস্ত্রীপাড়া  মোড়, গোলাহাট, বাস টার্মিনাল ও পাঁচমাথা মোড়ে পৃথক পৃথক পথসভা করা হয়।
 এ সব পথসভায় হৃদয়ে সৈয়দপুর সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সাবেক ছাত্রনেতা মো. মামুন অর রশিদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল আউয়াল রবি, ব্যবসায়ী বুলবুল সরকার, আশরাফুল হক লিপ্টন, ফিরোজ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় অন্যান্যদের মধ্যে হৃদয়ে সৈয়দপুরের প্রতিষ্ঠাতা  সোহেল রানা, কেন্দ্রীয় কমিটির সভাপতি  জোবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান, নুর আলম ভরসাসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের সচেতন করতে চাই। আমাদের লক্ষ্য মাদকমুক্ত  সৈয়দপুর গড়ে  তোলা।
পথ সভায় বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদক থেকে যুব সমাজ, পরিবার তথা সমাজকে রক্ষায়  এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
                    
                 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:             
             
 
 
 
 
 
 
 
 
