আদমদীঘিতে শিক্ষকের রাজকীয় বিদায়
 
বগুড়ার আদমদীঘি উপজেলার একটি দাখিল মাদ্রাসায় অবসরে যাওয়া গোলাম রব্বানী নামের এক শিক্ষককে রাজকীয় ঘোড়ার গাড়িতে করে দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা। অভূতপূর্ব এই ঘটনাটি এলাকায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছিল তাঁর শেষ কর্মদিবস। সকালে মাদ্রাসায় অবসরজনিত বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষক গোলাম রব্বানীকে নিয়ে তোলা হয় রাজকীয় জোড়া ঘোড়ার গাড়িতে। এই সময় তাঁর সাথে সহধর্মিনী ও তাঁর তিন সন্তানও ছিলেন । মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি বহর নিয়ে তাঁকে মাদ্রাসা থেকে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিক্ষকের গ্রামের বাড়ি মঠপুকুরিয়া গ্রামে পৌছে দেন। এ সময় অন্তাহার গ্রাম থেকে মঠপুকুরিয়া গ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশে দাড়িয়ে অসংখ্য নারী পুরুষ এ দৃশ্য দেখেন। 
গোলাম রব্বানী আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক। তাঁর গ্রামের বাড়ি একই উপজেলার কুন্দ্রগ্রাম ইউনিয়নের মঠপুকুরিয়া গ্রামে। তিনি একটানা ৩৩ বছর ওই মদ্রিাসায় সুনামের সাথে শিক্ষকতা করেন। তিনি পাঠদানের সময় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপশি নানা ধরনের কিসসা ও গল্প শোনাতেন, এ কারনে এলাকায় তিনি কিসসা হুজুর নামে ব্যাপক পরিচিতি পান। গোলাম রব্বানী বলেন, এ ধরনের বিদায় যেন দেশের সকল শিক্ষকের ভাগ্যে জোটে। তিনি বলেন, আমি কল্পনা করতে পারিনি শিক্ষার্থী ও গ্রামবাসিরা আমাকে এই ভাবে সম্মানিত করবেন। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মিনহাজ হোসেন বলেন, স্যারকে এ ভাবে বিদায় জানাতে পেরে আমরা ধন্য। মাদ্রাসার সুপার আব্দুস সালাম বলেন, তিনি ছিলেন রসিক লোক। সে যে একজন জনপ্রিয় শিক্ষক তা এ ধরনের রাজকীয় বিদায় দেখে অনুধাবন করা যায়।

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
                    
                আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ              
             
 
 
 
 
 
 
 
 
