ফুলবাড়ী সীমান্তে বিজিবি চোরাচালন অভিযান চালিয়ে ২৭ লক্ষ ৪৪ টাকার মাদক আটক
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত অক্টোবর ২০২৫ সীমান্ত এলাকায় প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১জন চোরাকারবারী সহ ২৭ লক্ষ ৪৪ হাজার ৬০ টাকার বিভিন্ন মাদক আটক করেন। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২০৮ বোতল বিদেশী মদ, ২৭৭৫৭ পিছ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট, ১৩৯৮ পিছ ইঞ্জেকশন, ১৯ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল স্কফ সিরাপ, ৩০ প্যাকেট কীটনাশক, বিভিন্ন প্রকার কসমেটিকস, ২১৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। গত ১৬ অক্টোবর ২০২৫ইং তারিখে ব্যাটালিনের অধীনস্ত রুদ্রানী বিওপি অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার রুদ্রানী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হানিফ সরকার (৩৬) আটক করেন। গত ৩১ অক্টোবর বড়গ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় সিরাপ আটক করেন যাহার মূল্য ৩৩হাজার ৬ শত টাকা। গত ৩১ শে অক্টোবর বনতাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২০২৫ পিছ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন যাহার মূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাবের বিন জব্বার এর সাথে কথা বললে তিনি জানান, সীমান্তে চোরাচালন সহ সকল কার্যক্রম বন্ধ কল্পে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে অবৈধ্য কোন কার্যক্রম এবং মাদক পাচার কোন ভাবেই করতে দেওয়া হবে না। সে যেই হোক না কেন। আমরা সীমান্ত রক্ষায় সকল দায়িত্ব যথাযথভাবে পালন করছি এবং টহল জোরদার করেছি।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি