নন্দীগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১লা নভেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে নন্দীগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ঝরণা রানী দেবনাথ। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সমবায়ী লুৎফর রহমান, মঞ্জু সরকার, বাবলু হোসেন, মুকুল হোসেন, বকুল হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন সমবায়ী নুরুল ইসলাম তোতা।

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ