নির্বাচনের আগে গণভোটের দাবি নর্দমায় ভেস্তে যাবে-মীর শাহে আলম
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির সবুজ সংকেত পাওয়া সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন, 'যারা অতীতে আন্দোলনের সময় আমাদের পেছনে ছুরি মেরেছে, আজ তারাই সুযোগ বুঝে আবার ঘোলাজলে মাছ ধরতে চায়। জনগণ বুঝে গেছে, ধর্মের মুখোশ পরে যারা ক্ষমতার বাণিজ্য করে, তারা কখনোই দেশের মঙ্গল চায় না। তাদের পিআর পদ্ধতির দাবি দেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও নর্দমায় ভেস্তে যাবে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, আফছার আলী, তোফায়েল আহমেদ সাবু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন।
প্রধান অতিথি আরও বলেন, স্বৈরশাসনের অবসান শেষে শিবগঞ্জ আজ জেগে উঠেছে, ধর্ম ব্যবসায়ীদের পরাজিত করে ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে। দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নেতৃত্বেই দেশজুড়ে ধানের শীষের বিজয় হবে, মানুষের মুক্তির বিজয়।
এ সময় উপজেলা ও বিহার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অন্তত ১০ হাজার মানুষ উপস্হিত ছিলেন। উপস্হিত নেতা-কর্মী ও সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ধানের শীষের দাওয়াত পৌছানোর আহবান জানান।
এর আগে দুপুর ১টায় শিবগঞ্জ উপজেলা সদরের নাগরবন্দর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মীর শাহে আলম।
নাগরবন্দর জামে মসজিদের উন্নয়ন কাজ ছিল স্থানীয় মানুষের প্রায় ৩৫ বছরের দাবি। অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় ও মীর শাহে আলমের নিরলস প্রচেষ্টা ও উদ্যোগে সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে যাচ্ছে।
উল্লেখ্য, ২৫ লাখ টাকা ব্যয়ে এখানে নির্মিত হচ্ছে এ নতুন মসজিদটি।
এর আগে বেলা ১২ টায় শিবগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে দলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক।
সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করতে করণীয় নির্ধারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তারের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: