আদমদীঘিতে সামাজিক প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বেডো সমৃদ্ধি কর্মসূচির আওতায় বগুড়ার আদমদীঘিতে ১৫ দিন ব্যপী সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আদমদীঘি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির কিশোর, কিশোরী ও যুব কমিটির সদস্যদের নিয়ে এসব অভিযান পরিচালনা করা হয়। গত ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান চলে ২ নভেম্বর পর্যন্ত। অভিযানে অংশ গ্রহণ করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি সদর ইউনিয়নের প্রবীণ কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, আদমদীঘি সদর ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিন, সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
তারণ্যের উৎসবে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় গরীব ও অসহায় রোগীদের স্ট্যাটিক, স্যাটেলাইট ক্লিনিক ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান এবং কৈশোরদের নিয়ে সামাজিক স্বাস্থ্য সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ