ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদে উপজেলা কৃষি অফিসারের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন ও সার বীজ প্রান্তিককৃষকদের মাঝে তুলে দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা ত্রান কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীগণ। চলতি বছর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ২ হাজার ৪শত ৪০ জন কৃষককে সার বীজ প্রদান করেন। এর মধ্যে সরিষা-১৩৫০ জন, গম -১৫০জন, সূর্যমূখী বীজ ও সার ৩০, পিয়াজ ১০ জন, বোর বীজ ও সার ১০ জন, সরিষা ১ কেজি গম ২০ কেজি বোর ধান ৫ কেজি। উপজেলার ৭টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি