শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ।
উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর কাদের মন্টুর সভাপতিত্ব এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি'র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী সাকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আনোয়ার হোসেন মাস্টার, বাদশা আলম, সাইফুল ইসলাম, মতিউর রহমান মতি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার আহ্বান জানান তারা।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ