সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে (বাউস্ট) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ “ ঢাকা শহরে মেট্টোরেল নির্মাণ : চ্যালেঞ্জ এবং সুযোগ ” শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়টি সেমিনার হলে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন এমআরটি লাইন-৫, দক্ষিণ এর ডেপুটি প্রকল্প পরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. সোহেল রানা (উপ-সচিব।
তিনি মেট্রোরেল নির্মাণের প্রযুক্তিগত দিক, নগর ব্যবস্থাপনা ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে তথ্য বহুল আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ইন-চার্জ ড. মো. মাহমুদুল হাসান।
সেমিনারের শেষে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান বক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: