কাহালু থানায় মিলন হত্যা মামলায় স্ত্রী ও সৎ পুত্র গ্রেফতার
বগুড়ার কাহালু উপজেলার পৌর এলাকার উপজেলা পশু হাসপাতালের সামনে পরিত্যক্ত একটি সরকারি ভাবনে সৎ পুত্রের বাঁশের লাঠির আঘাতে বাবা মিলন ওরফে টাইগার মিলন গুরুতর আহত হন।
গুরুতর আহত টাইগার মিলনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় টাইগার মিলন বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় হাসপাতালে মারা যান। নিহত টাইগার মিলনের মা মর্জিনা বেগম শুক্রবার কাহালু থানায় বাদী হয়ে ২ জনকে আসামী করে ১টি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার ২ আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টার দিকে টাইগার মিলন তার স্ত্রী মেঘনা বেগমকে মারপিঠ করতে থাকলে তার সৎ পুত্র শামীম (২২) তার মাকে মারতে নিষেধ করলে টাইগার মিলন ক্ষিপ্ত হয়ে শমীমকেও মারতে গেলে উক্ত ঘটনা ঘটে। টাইগার মিলন কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের আমজাদ হোসেন ড্রাইভারের পুত্র। শামীম কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের নাজুর পুত্র।
জানা গেছে, ৮/৯ বছর পূর্বে টাইগার মিলন জামতলা গ্রামের চার সন্তানের জননী নাজুর স্ত্রী মেঘনা বেগম (৩৫)কে বিয়ে করে উপজেলা পশু হাসপাতালের সামনে পরিত্যক্ত একটি সরকারি ভাবনে বসবাস করত। কিন্তু মেঘনা বেগমের স্বামী নাজুর পুত্র শামীম কোন ভবাবেই টাইগার মিললেন সাথে মাঝে মধ্যে বিবাদ লেগে থাকত।
স্থানীয় প্রতিবেশিরা জানান, টাইগার মিলন চুরি, চাঁদাবাজী, গাঁজা, মদ খাওয়া সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে এবং ২ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ