সৈয়দপুরে রেললাইন থেকে এক মহিলার ট্রেনে কাটা মরদেহ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে রেললাইন থেকে মনিফা বেগম (৫০) নামের এক মহিলার ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৮ নভেম্বর) শহরের অদূরে ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকায় সৈয়দপুর-নীলফামারী রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল আনুমানিক সাতটার দিকে উল্লিখিত এলাকায় সৈয়দপুর -নীলফামারী রেললাইনের ওপর ট্রেনে কাটা এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে থানা পুলিশকে জানান এলাকার লোকজন। পরে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জনক চন্দ্র রায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহত মহিলার পরণে ছিল কালো বোরকা ও টিয়া রঙের ম্যাক্সি। গত শুক্রবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় সৈয়দপুর- নীলফামারী রেললাইনে কোন চলন্ত ট্টেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
এদিকে, নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মনিফা বেগম ছিল একজন মানসিক ভারসাম্যহীন। তিনি গত শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই দিন আর বাড়িতে ফিরেননি তিনি। এ অবস্থায় ওই দিন রাত অবধি পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর করেও সন্ধান পাননি তাঁর।
গতকাল শুক্রবার সকালে কাদিখোল এলাকায় ট্রেনে কাটা মরদেহ উদ্ধারের খবর পেয়ে মেয়ে মিতু আকতার ঘটনাস্থলে গিয়ে তাঁর মা মনিফা বেগমের মরদেহটি সনাক্ত করেন। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঁচপীর নয়াপাড়ায়। ওই এলাকার মোজাফফর হোসেনের স্ত্রী তিনি।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: