সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল আলম শাহ্’র ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল আলম শাহ্ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শনিবার (৮ নভেম্বর) সকাল আটটায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বাদ আছর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট চৌধুরীপাড়ায় অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সাবেক অধ্যক্ষ আব্দুস্ সাত্তার পাটোয়ারী, সাবেক অধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র রায়, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব, উপাধ্যক্ষ সাবিনা সালাম, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ্ প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: