শাজাহানপুরে ইজিবাইক চালক হত্যা রহস্য উদ্ঘাটন : দুই যুবক গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইকসহ আরও পাঁচটি অটো, হত্যায় ব্যবহৃত ধারালো বার্মিজ চাকু, রশি ও রক্তমাখা হাফপ্যান্ট উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে শাজাহানপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম। উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, তদন্ত ওসি রাশেদুল ইসলাম, কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান, ডিবি এসআই আরিফ হোসেন,এসআই ফজলুর রহমান প্রমুখ।
পুলিশ জানায়,তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে নিহতের লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষী মোঃ সোহেল রানা (২২)-এর কাছ থেকে, যিনি ফোনটি ছোট সজিবের কাছ থেকে ৬০০ টাকায় ক্রয় করেছিলেন বলে জানান।
এই সূত্র ধরে পুলিশ ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
এর আগে, গত ৪ নভেম্বর বিকেলে শাজাহানপুরের খলিশাকান্দি গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বগুড়া পৌরসভার সুলতানগঞ্জ এলাকার তুতবাগান সংলগ্ন স্থানে রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাবিয়া সুলতানা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সজিব ওরফে ছোট সজিব (১৯), পিতা মোঃ ফিরোজুর রহমান ওরফে টিটু, মোঃ সজিব ওরফে বড় সজিব (২১), পিতা মোঃ মাসসুদ হক মণ্ডল।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ