সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
নীলফামারী সৈয়দপুরে বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার (৮ নভেম্বর) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে নির্বঠঢ়নের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদেচেয়ার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ছাতা প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, দপ্তর সম্পাদক আতিক আনিস (প্রতীক কাপপিরিচ), প্রচার সম্পাদক শফিকুল আহমেদ শুভ (প্রতীক মোবাইল), ক্রীড়া সম্পাদক সেলিম সামদানী ( প্রতীক ফুটবল), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হাসান (প্রতীক পাঞ্জাবী) এবং ১১টি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে যথাক্রমে মো. জাহিদ হাসান (প্রতীক হরিণ), মেরাজ আলম (প্রতীক উড়োজাহাজ), আফরোজ আলম বাবলু (প্রতীক মাছ), জুবায়ের (প্রতীক বটগাছ), রিয়াজ ্হমেদ (প্রতীক লাটিম), আরজু হোসেন (প্রতীক আপেল), হাজী মো. শামিম খান (প্রতীক চাকা), মো. নাসিম (প্রতীক গরুগাড়ী), ফরিয়াজ (প্রতীক ঘুড়ি), ইরফান আহমেদ জনি (প্রতীক প্রজাপতি) ও মো. সুলতান (প্রতীক সাইকেল)।
অপরদিকে, ১৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে হাজী মো. সালাউদ্দিন ও হাজী মো. সেলিম, সহ-সভাপতি যথাক্রমে মো. এনামুল হক, হাজী আহমেদ হোসেন, মো. আরশাদ আমীর ও মো. খরশিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রেহান ও মো. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান ও মো. আফরোজ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল হক, অর্থ-সম্পাদক পদে হাজী মো. আজিম আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মো. সামসাদ আলম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আরিফ হোসনে (রাজু)।
সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ১৭টি পদে ভোট গ্রহণ করা হয়। অবশিষ্ট ১৪টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৭টি পদে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। সংগঠনের মোট ৫৪০ জন সদস্য ভোটারের মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষে ফলাফল ঘোষণা করেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু। এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. সাইফুল ইসলাম, সহ-নির্বাচন কমিশনার ফরমান আলী ও আবুল কালাম আজাদ। আর প্রিজাইডিং অফিসার ছিলেন এ্যাড. রবিউল আলম আহসান প্রামানিক ও বদরুল হক অনু।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: