কাজিহাল ইউনিয়ন পরিষদের বেহাল অবস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কাজিহাল ইউনিয়ন পরিষদের বেহাল অবস্থা। গত ২ যুগ আগে ইউনিয়ন পরিষদ ও বাউন্ডারী ওয়াল নির্মাণ হলেও ইউনিয়ন পরিষদ ভবনটি সংস্কারের কোন উদ্দ্যোগ নেই। প্রবেশ দরজা টি ভাঙ্গাচুরা। বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পড়ছে ও প্লাস্টার খুলে পড়ছে। ইউনিয়ন পরিষদের ভিতরে অপরিস্কার ও অপরিচ্ছিন্ন, পরিষদ চত্তরটি জঙ্গলে ভরে গেছে। গত ০২ যুগ ধরে তৎকালীন আওয়ামী চেয়ারম্যান মানিক রতন ইউনিয়ন পরিষদ ভবনটি সংস্কারের কোন পদক্ষেপ নেন নি। অথচ শত শত প্রকল্প নিয়ে দায়সারা কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। অপর দিকে বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন দায়িত্ব ভার গ্রহণের পর বিভিন্ন প্রকল্পের কাজ করলেও ইউনিয় পরিষদটি সংস্কার করতে কোন পদক্ষে গ্রহণ করেন নি। ইউনিয় পরিষদ ভবনটি নির্মানের পর ঠিকাদার রং করার পর এ পর্যন্ত আর কেউ কোন কাজ করেন নি। ইউনিয়ন পরিষদের বাহিরে সাধারণ জনসাধারণের জন্য কোন টয়লেট বা বাথরুম নাই। দেখে মনে হচ্ছে এটা কারও পুরাতন বাড়ী। এ বিষয়ে এলাকার মোঃ ওসমান আলীর সাথে কথা বললে তিনি জানান, ঠিকাদার কাজ করার পর আর কেউ এই ইউনিয়ন পরিষদ সংস্কার করেন নি। এ ব্যাপারে এলাকাবাসী অতি দ্রুত ইউনিয় পরিষদ ভবনটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নেক দৃষ্টি কমনা করছি।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি