বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ও তার সহধর্মিণীর গণসংযোগ
নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও রাষ্ঠ্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ করে যাচ্ছেন। সেই সাথে ভোটারদের নিকট গিয়ে তিনি ধানের শীষ মার্কায় ভোট চাইছেন। একই সাথে তার সহধর্মিণী মোছা: ফরিদা বেগম নওগাঁ-১ আসনের বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে নারীদের নিকট ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে যাচ্ছেন। প্রতিদিন তারা আলাদা আলাদাভাবে এই আসনের বিভিন্ন হাট-বাজার, মোড় ও বাড়ী বাড়ী ভোটারদের নিকট গিয়ে মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত বুধবার মোস্তাফিজুর রহমান পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রাম এবং বৃহস্পতিবার সাপাহার উপজেলা সদর ইউনিয়ন ও গোয়ালা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেন। এসময় পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার সাথে ছিলেন। অপরদিকে, তার সহধর্মিণী ফরিদা বেগম বুধবার নিয়ামতপুর উপজেলার বালিাহার, মশকুড়ি ও ইসলামপুরসহ বিভিন্ন গ্রামে এবং বৃহস্পতিবার নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে গণসংযোগ করেন। এসময় নিয়ামতপুর উপজেলা মহিলা বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :