সৈয়দপুরে ভিসা প্রভারণার অভিযোগে সহোদর দুই ভাই গ্রেফতার
নীলফামারীর সৈয়দপুরে ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুরের পঞ্চায়েতপাড়া থেকে তাদের গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছে, ওই এলাকার আতাউর রহমান ওরফে আতিকের পুত্র লিমন হোসেন (২৯) ও ইমন হোসেন (২০)। এ সময় তাদের কাছে থাকা তিনটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সুত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপার এ. এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আকতার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ভোরে উল্লিখিত এলাকায় আতাউর রহমান ওরফে আতিকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অভিযুক্তদের গ্রেফতারে বাঁধা দিয়ে সরকারি কাজে বিঘœ ঘটিয়ে অন্যান্যদের পালাতে সহায়তা করে কয়েকজন। তবে গোয়েন্দা পুলিশের আভিযানিক দলের সাহসিকতায় আতিকের দুই ছেলে মো. লিমন হোসেন ও মো. ইমন হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে দুই সহোদর লিমন ও ইমনের কাছে থাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। তাদের মোবাইল ফোন পর্যালোচনা করে ভিসা প্রতারণা, অনলাইনে জুয়া খেলার অ্যাপসসহ বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। এছাড়া গ্রেফতারকৃত দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার কথা অকপটে স্বীকার করেন।
এ ব্যাপারে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়। মামলা নং- ১৫, তাং-১২/১১/২০২৫
মামলায় অভিযুক্তদের গ্রেফতারে বাঁধা এবং অন্যান্যদের পালাতে সহায়তা করায় উল্লিখিত দুই সহোদর ছাড়াও বেশ কয়েকজন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আকতার হোসেন ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুই জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়াও ভিসা প্রতারক ও অনলাইনে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: