আদমদীঘিতে একই দিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে একই দিন দুই নারীর অস্বাভাকি মৃত্যু হয়েছে। গত বুধবার (১২ নভেম্বর) আদমদীঘি উপজেলার ছোট ঝাকইর গ্রামে মোসলেমা খাতুন (২০) বিষপানে ও তিয়রপাড়া গ্রামে সাদিয়া আফরিন ওরফে বিলকিছ (৩৭) গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার এসব ঘটনা ঘটে।
আদমদীঘি থানা সুত্রে জানাযায়, গত বুধবার আদমদীঘি উপজেলার ছোট ঝাকইর গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোসলেমা খাতুন পারিবারিক কলহের কারনে বিষয় পান করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎৎসাধিন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। অপরদিকে একই দিনে কয়াকঞ্চি গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী সাদিয়া আফরিন ওরফে বিলকিছ তার বাবা বশির মৃধার বাড়ি তিয়রপাড়া গ্রামে রাত আড়াই টায় ডাইনিং রুমের তীরের সাথে গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ