শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ, ভিসা, টিকিট ও উপহার বিতরণ
বগুড়ার শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ২১৬ জন ওমরাহ হজযাত্রীর জন্য প্রশিক্ষণ, ভিসা, বিমান টিকিট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শাজাহানপুর উপজেলা মডেল মসজিদে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর-গাবতলী আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী। প্রধান আলোচক ছিলেন জোড়া নাজমুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ. এইচ. এম. শহিদুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সহ-সচিব হাফেজ মোখলেছুর রহমান মকুল,লিভানা হজ্জ গ্রুপের জোন ইনচার্জ ,সহকারী ইনচার্জ, শাজাহানপুর ইনচার্জ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিনব্যাপী প্রশিক্ষণে ওমরাহ পালনের নিয়ম-কানুন, প্রয়োজনীয় দোয়া, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে আলোচনা ও প্রদর্শন করা হয়। প্রশিক্ষণ শেষে যাত্রীদের মাঝে উপহার সামগ্রী, ভিসা ও বিমান টিকিট বিতরণ করা হয়।
ওমরাহ যাত্রীরা জানান, শুরু থেকেই লিভানা হজ্জ গ্রুপ আন্তরিকতা ও সুনামের সঙ্গে হাজীদের সেবা প্রদান করে আসছে। অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আবুল খায়ের বলেন, “লিভানা হজ্জ গ্রুপ আন্তরিকতার সঙ্গে হাজীদের সর্বোচ্চ সেবা দিয়ে পাশে ছিল, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।”

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ