নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় দুই জন গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে রাজনৈতিক মামলার সন্দেহভাজন হিসেবে দুইজনকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে থানা সূত্রে জানা গেছে। জানা যায়, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘট গ্রামে অভিযান চালিয়ে মোঃ রমজান আলীর ছেলে আওয়ামী লীগ সমর্থক রঞ্জু পরামানিক (৪৭) ও ২নং সদর ইউনিয়নের হিন্দু পাড়া এলাকার আজহার আলীর ছেলে শ্রমিক লীগের সদস্য আখতারুজ্জামান ওরফে গোলাপ (৪৮)কে গ্রেফতার করে পুলিশ। তারা দুজন একাধিক রাজনৈতিক মামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)ফইম উদ্দিন বলেন, রাজনৈতিক মামলায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করে বগুড়া কোটাতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম
১৩ মে, ২০১৯
২১ মে, ২০১৯
২৬ মে, ২০১৯
৩০ মে, ২০১৯

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ