নন্দীগ্রামে মাছ বাজারে অটোভ্যান চুরি, চোরসহ ভ্যান উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড় করানো একটি চুরি যাওয়া অটোভ্যান সহ চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত (১২ নভেম্বর) বুধবার সন্ধ্যার দিকে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই মাছ বাজারে নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের শ্রী অবিলাশ চন্দ্রের অটো ভ্যান চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক অবিলাশ চন্দ্র প্রতিদিনের মতো ওইদিন সকাল ৮টায় তার ভাড়ায় চালিত অটোভ্যান নিয়ে রোজগারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সারাদিনের আয় রোজগার শেষে বিকাল ৫টার দিকে অবিলাশ চন্দ্র হাটকড়ই মাছ বাজারে এসে রাস্তার পাশে ভ্যানটি রেখে মাছ কিনতে যান। প্রায় আধা ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ফিরে এসে দেখেন, তার ভ্যানটি নেই। চুরি যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভ্যানটির খোঁজ শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, হাটকড়ই শ্মশান ঘাটের সামনে রাস্তার ওপর চোরসহ চুরি যাওয়া ভ্যান পাওয়া গেছে। স্থানীয়রা দ্রুত গিয়ে আব্দুল গফুর (৫২) নামের একজনকে গ্রেফতার করে। পরে থানা পুলিশে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর ও চুরি যাওয়া অটোভ্যান হেফাজতে নেয়। গ্রেফতারকৃত অটো ভ্যানচোর নন্দীগ্রাম সদর ইউনিয়নের ওমরপুর এলাকার নূর মোহাম্মাদের ছেলে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)ফইম উদ্দিন বলেন, চুরি যাওয়া ভ্যান উদ্ধার করা হয়েছে। ও চোরকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ