বিশ্ব ওয়াইএমসিএ প্রার্থনা সপ্তাহ ও সহচার্য দিবস পালন করে বগুড়া ওয়াইএমসিএ
শুক্রবার বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন এর আয়োজনে বিশ্ব ওয়াইএমসিএ/ওয়াইডাব্লিউসিএ বিশ্ব প্রার্থনা সপ্তাহ ও সহচার্য দিবস পালন করে। বগুড়া ওয়াইএমসিএ এর পল বেসরা অডিটোরিয়ামে বিশ্ব প্রার্থনা সপ্তাহের আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিক।
'জয়ন্তী: কর্মে প্রার্থনার ১৫০ বছর' মূলসূরের উপর আলোচনা করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক মি: গিলবার্ট মৃধা। তিনি বলেন, ঈশ্বরের প্রতি প্রশংসা, আনন্দ ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে বিশ্বাসকে আরও গভীর ও কার্যকর করে তোলাই বিশ্ব প্রার্থনা সপ্তাহের মূল উদ্দেশ্য। প্রার্থনা মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে আর কর্ম মানুষকে সমাজের প্রতি দায়বদ্ধ করে এই দুইয়ের সমন্বয়ই আমাদের বিশ্বাসের সত্যিকারের সার্থকতা। ১৫০ বছরের এই যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয়, যতদিন পৃথিবীতে অন্যায়, বৈষম্য, দুঃখ-কষ্ট ও অশান্তি থাকবে, ততদিন আমাদের প্রার্থনা ও মানবিক কর্ম একইসাথে চালিয়ে যেতে হবে। প্রভুর নিকট যেতে হলে আমাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন, পূর্ণতা, আশা, দায়িত্ববোধ, মর্যাদা, ঐক্য ও বংশাবলীর শিক্ষা জানতে ও অনুশীলন করতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে বগুড়া ওয়াইএমসিএ'র সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, প্রার্থনা কেবল মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের ভাষা যার মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে। ভবিষ্যৎ জীবনে সত্যিকারের সুখের নাগাল পেতে হলে প্রার্থনার মধ্য দিয়ে দেহ, মন ও আত্মার সমন্বয় ঘটিয়ে প্রভু যীশুর নৈকট্য অর্জন করতে হবে। প্রার্থনার উত্তর শুধু শব্দে নয়, মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সেবার মাধ্যমে প্রকাশ পায়। তাই আজকের নতুন প্রজন্মকে এই ঐতিহ্য, এই মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল বলেন, আমরা প্রভু যীশু খ্রীষ্টের দাস মাত্র। মানবজাতি বারবার পাপে পতিত হয়েছে, তবুও প্রভু যীশু তাদের ক্ষমা করেছেন। ঈশ্বরের পথে আসার জন্য তিনি নিজেই আমাদের নানা সুযোগ প্রদান করেন। কিন্তু মানুষ যদি সেই সুযোগগুলো কাজে না লাগায়, তবে তার জীবন অভিশপ্ত হয়ে পড়ে। তাই এখনই আমাদের উচিত ঈশ্বরের পথে ফিরে এসে জীবনকে সার্থক ও কল্যাণময় করে তোলা। প্রভু যীশু সম্পর্কে সত্যিকারভাবে জানতে হলে আমাদের প্রত্যেকেরই পবিত্র বাইবেলের শিক্ষা গভীরভাবে অধ্যয়ন ও অনুসরণ করা প্রয়োজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ'র উপদেষ্টা মি: দীলিপ মারান্ডী, কোষাধ্যক্ষ জেমস্ সত্যরঞ্জন দাস সহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক প্রার্থনা করেন সংস্থার কার্যনির্বাহী সদস্য মি: সৌরভ বিশ্বাস এবং অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা। অনুষ্ঠানে কেক কাটা, খ্রীষ্ট সংগীত পরিবেশন, মূলসূরের উপর আলোচনা, উন্মুক্ত আলোচনা, কুইজ প্রতিযোগিতা, মিউজিকের তালে তালে বল পাস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শেষে সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক