বর্ণাঢ্য আয়োজনে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩নভেম্বর) কলেজের প্রাত্যহিক সমাবেশ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ২২২, পদাতিক ব্রিগেড এর কমান্ডার ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রাহমান, পিএসসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ,পিএসসি,জি, আর্টিলারি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. রফিকুল ইসলাম, একাদশ শ্রেণির মানবিক বিভাগের নবীন শিক্ষার্থী সাদমান সাদ প্রমুখ।
পুরো নবীন বরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের প্রভাষক শামীম আল মামুন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কলেজ ডিসিপ্লিন প্রিফেক্ট মোসাদ্দেক হাসান মুরাদ ও সেঁজুতি সরকার।
নবীনবরণ অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ রায়।
এর আগে অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী মো. আফনান। পরে নবীন শিক্ষার্থীর উদ্দেশ্যে লেখা মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পুষ্পিতা সাহা। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করেন।
এছাড়াও অনুষ্ঠানে ঢাকা থেকে আগত অতিথি শিল্পী মৌমিতা বড়য়া, দোলন আক্তার বৃষ্টি, শফিউল বাদশা ও আল আমিন ইবনে কবির সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের মাইকেল জ্যাকসন খ্যাত মাইকেল আরিফ। তাঁর প্রাণবন্ত ও আকর্ষণীয় নৃত্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সব শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: