বিএনপি কখনও মানুষকে ছেড়ে পালায় না, ভয়ে আত্মসমর্পনও করেনা-ডা. জাহিদ হোসেন
বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি’র কাজ মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি কখনও মানুষকে ছেড়ে পালিয়ে যায়না, ভয়ে আত্মসমর্পনও করেনা। মানুষের দুঃখ, দূর্দশা লাঘবে বিএনপি সচেতন। তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে।
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠণের আয়োজনে এবং প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনের তত্বাবধানে শুক্রবার (১৪ নভেম্বর) পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে করা হয়। ব্যাপক প্রচারের ফলে বিরামপুরে স্মরণ কালের সর্ববৃহৎ ক্যাম্পে শত শত রোগি বিনামূল্যের চিকিৎসা নিতে আসেন। এতে দেশের অর্দ্ধশতাধিক খ্যাতনামা চিকিৎসক বিভিন্ন ধরণের রোগি দেখে ব্যবস্থাপত্র ও রোগিদের বিনামূল্যে সব ধরণের ঔষধ প্রদান করেন।
মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন। এসময় তার সাথে ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপি সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. শিরণ আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি এবং অন্যান্্য নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি