সৈয়দপুরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজু আহমেদের ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনিজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের কয়ানিজপাড়া ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের কয়ানিজপাড়া কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির মাওলানা হাফেজ মো. আব্দুল মুনতাকিম, সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, জোবায়দুল ইসলাম মিন্টু, কাজী জাহানারা বেগম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত শাহাৎ শাহ্, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি এবং হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, ইন্টারন্যাশনাল স্কুল অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সমাজসেবক আতাহার হোসেন বাদশা, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম রাজু আহমেদ ছিলেন সৈয়দপুর শহরের নয়াটোলা কলিমনগর এলাকার বাসিন্দা মরহুম মজিবর রহমানের দ্বিতীয় পুত্র।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: