সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলে হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালিত
নীলফামারীর সৈয়দপুরে পুরাতন বাবুপাড়ায় অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রখ্যাত কথাাসহিত্যিক ও লেখক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার এ উপলক্ষে প্রতিষ্ঠানটির চত্বরে দোয়া মাহফিল, ভ্রাম্যমান বইমেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী বাবু তুষার কান্তি রায়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও বিএনপির অন্যতম নেতা কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্, আলোঘর প্রকাশনার মার্কেটিং সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রব আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
অনুষ্ঠানে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ এর আবৃতি প্রতিযোগিতায় ‘ক’ শাখার জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান লাভকারী ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির মেবাধী শিক্ষার্থী চিত্রাঙ্গদা রায়কে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক হিসেবে তাকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও স্কাউটস্ এর বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়েছে।
ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী বার্জিস আলী, সাবেরা মুশফিরাত সাফি ও মো. শুয়াইব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: