আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকার নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে এ জন্য সবাই কে সজাগ থাকতে হবে
আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকার নির্বাচন বানচাল করার জন্য দেশে ষড়যন্ত করছে এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামীলীগ শাসন আমলে দেশে খুন গুম হত্যা সহ নানা অপকর্ম হয়েছে। তাদের সময়ে বিএনপির নেতাকর্মীরা বাড়ীতে থাকতে পারেনি মামলা দিয়ে শতশত নেতাকর্মীকে জেলে পুরিয়েছে। বর্তমান বিএনপি ও দেশের মানুষ এই অবৈধ সরকারের সকল ষড়যন্ত রুখে দিবে জনগণের ভোটাধীকার ও গনতন্ত পূনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়ন বিএনপির আয়োজেনে পথসভায় এ সব কথা বলেন, দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এ জেড এম রেজওয়ানুল হক। ইউনিয়নের আটপুকুরহাট বাজারে এক বিশাল পথ সভায় তিনি এ সব বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, ফুলবাড়ী পার্বতীপুর এলাকার মানুষের সাথে আমি মিশে আছি সুখ-দুঃখে মানুষের পাশে ছিলাম। এখন অনেক নেতাকে মাঠে দেখা যায় তারা এক সময় মাঠে থাকবে না আমি আছি। দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছি দলের ছেলেরা জেল খেটেছে তাদের পাশে ছিলাম। কিন্তু দূর দিনে কেউ পাশে ছিলো না। তাই আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপির জনগণের ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করবে। ষড়যন্ত্র হচ্ছে সেদিকে লক্ষ রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অটল থাকায় আজ বিএনপি নেতাকর্মীরা সুসংগঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে বার্তা দিচ্ছে সেদিকে লক্ষ্য রেখে আমাদের কে এগিয়ে যেতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন, কাজীহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির যুন্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, কাজীহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, বেতদিঘী ইউনিয়নের প্যানের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, উপজেলা যুবদলের যুন্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব, মোঃ মানিক মন্ডল, যুবদলের নেতা মোঃ বেলাল উদ্দিন ডেভিড,যুবদল নেতা মোঃ মাসুদ রানা সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, কাজীহাল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আক্তার হোসেন।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি