১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ সৈয়দপুরে বাউস্টে রংপুর আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর রংপুর আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বাউস্টের ডিপার্টমেন্ট অব আর্টস অ্যান্ড সায়েন্স এর সার্বিক তত্ত¡াবধান ও ব্যবস্থাপনায় এ আয়োজনে সহযোগিতা করছে তাকোয়া আইটি, ই-ম্যাথ বাংলাদেশ এবং বাউস্ট ম্যাথামেটিক্যালস্ ক্লাব।
সকালে জাতীয় পতাকা ও জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করে এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ শামীম রেজা।
এতে স্বাগত বক্তব্য রাখেন, ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ রংপুর অঞ্চলের আহবায়ক এবং আয়োজন প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব আর্টস ও সায়েন্স এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিজানুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শওকত আলী, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে, ই-ম্যাথ বাংলাদেশ এর গবেষক কাজী মুহাম্মদ খায়রুল বাশার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৬তম জাতীয় ¯œাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর রংপুর আঞ্চলিক প্রতিযোগিতা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাউস্ট ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।
এর পর সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর রংপুর আঞ্চলিক প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর রংপুর আঞ্চলিক প্রতিযোগিতা রংপুর বিভাগের ১০টি বিশ^বিদ্যালয় ও কলেজের ১৫৬ জন স্নাতক পর্যায়ের গণিতপ্রেমী শিক্ষার্থী অংশ নেন।
সবশেষে বিকেল সাড়ে চারটায় ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর রংপুর আঞ্চলিক প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী দশজন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ শামীম রেজা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, রংপুর আঞ্চলিক প্রতিযোগিতা বিজয়ী মেধাবী শিক্ষার্থীরা আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে(বুয়েট) অনুষ্ঠিত জাতীয় ফাইনাল রাউন্ডে অংশ গ্রহন করবেন বলে আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: