সৈয়দপুরে বাসের ধাকায় রিক্সা চালক নিহত
নীলফামারীর সৈয়দপুরে একটি বাসের ধাক্কায় আবুল হোসেন (৪৭) নামের এক রিক্সাভ্যান চালকের নিহত হয়েছে। দিনাজপুর - রংপুর মহাসড়কের সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকায় গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকার রিক্সাভ্যান চালক আবুল হোসেন। প্রতিদিনের মতো তিনি ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুরে যাত্রী পরিবহনের জন্য তাঁর রিক্সা ভ্যানটি নিয়ে বাড়ি বের হয়ে আসেন। এর সৈয়দপুরের বিভিন্ন এলাকায় যাত্রী ও মালামাল পরিবহন করেন তিনি। সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছয়টার দিকে যাত্রী নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন তিনি। এ সময় নীলফামারীর ডোমার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তোহা ক্ল্যাসিক (নম্বর: ঢাকা মেট্টো- ব-১৫-৮৩৭৫) বাসটি সৈয়দপুর শহরের উপকন্ঠে উল্লিখিত স্থানে ওই রিক্সা ভ্যানকে সজোরে ধাক্কায় দেয়। এতে চালক আবুল হোসেন রিক্সাভ্যান থেকে ছিঁটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাঁর। এ ঘটনার পর পরই বাসটির চালক ও হেলপার সটকে পড়েন।
এ সময় বিক্ষুব্ধ লোকজন ওই মহাসড়কের ওপর বিক্ষোভ করতে থাকেন। ফলে ব্যস্ততম মহাসড়কের উভয় পাশে সকল রকম যানবাহনের চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ফলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত রিক্সাভ্যান চালকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: