একটি দল নির্বাচনকে ভয় পায় বলে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে --সাবেক এম পি মোশারফ হোসেন
কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, একটি দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভয় পায় বলে তারা একের পর এক নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিবে কোন দলের কত জনপ্রিয়তা।
তিনি আরও বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোন সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে কোন সমস্য সৃষ্টি হলে তা দ্রুত সমাধান করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মোরমতের ৩১ দফা দিয়েছেন তার মধ্যেই সকল সংস্কার রয়েছে এবং বিএনপি ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করা হবে ইন্শা আল্লাহ।
গতকাল বগুড়ার কাহালুর এরুইল স্কুল মাঠে মালঞ্চা ও মুরইল ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন মালঞ্চা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল হোসেন। মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কোরবান আলী সঞ্চালনায় উক্ত বিশাল জনসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, পৌর বিএনপির প্রভাষক মো. শাহাবুদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালঞ্চা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, মুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জু সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ