পঞ্চগড়ে চা চাষি সম্মেলন ও দিন ব্যাপী চা চাষীদের কর্মশালা
পঞ্চগড়ে চা চাষি সম্মেলন ২০২৫ ও দিন ব্যাপী চা চাষীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় চা বাগান মালিক সমিতির সভাপতি মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন । চা চাষিদের মধ্যে বক্তব্য দেন মোঃ আবু হানিফ ও আনিসুজ্জামান প্রামাণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আহসান হাবিব সরকার। উক্ত কর্মশালায় ৬০০ অধিক চা বাগান মালিক উপস্থিত ছিলেন। এর আগে সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের শেরেবাংলা পার্ক হয়ে অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক