শাজাহানপুরে সোনাকানিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওদাপাড়ার জয়
বগুড়ার শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সোনাকানিয়া স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার।
আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান,উপজেলা বিএনপির সহসভাপতি তমেজ উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক এ্যাড: গোলাম মোস্তফা মজনু,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী, সাবেক সিনিয়র আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী, এটিএম শহিদুল ইসলাম, আড়িয়া প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম,আলমগীর মেম্বার, আড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি বজলুর রশিদ, বিএনপি নেতা তোরাব হোসেন, আব্দুল মমিন, ফেরদৌস মেম্বার, হেলাল, রেজাউল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম রানা টিপু, আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নওদাপাড়া স্পোর্টিং ক্লাব ১–০ গোলে জামুন্না স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সোনাকানিয়া স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্থানীয় হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ