পার্বতীপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড,১০ টি ঘর ভস্মীভূত
দিনাজপুরের পার্বতীপুরে একটি আশ্রয়ণ প্রকল্পে সংঘটিত অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত হয়েছে। শনিবার বিকালে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর সরদারপাড়া গ্রামের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে,শনিবার বিকেলে পার্বতীপুরের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ সময় খবর পেয়ে স্হানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই মালামাল সহ ১০ টি ঘর ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্হদের দাবী এই অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার দুপুরে মুঠো ফোনে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ হুসাইন রাজু এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাস্হল পরিদর্শন সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ