শাজাহানপুরে নগর আজিরণ রাবেয়া মহিলা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
বগুড়ার শাজাহানপুরে নগর আজিরণ রাবেয়া মহিলা ফাজিল মাদ্রাসা সম্প্রতি ফাজিল স্নাতক স্তরে উন্নীত হওয়ায় অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।
অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি তাসফিকুর রহমান পাভেল সভাপতিত্বে ও অধ্যক্ষ শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি আমরুল ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান আটল,মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,প্রভাষক আব্দুল বারী রশিদী,বিশিষ্ট ঠিকাদার আমিনুর ইসলাম জোয়ারদার,৪৯তম বিসিএস (শিক্ষা) সুপারিশপ্রাপ্ত তৌফিক আহমেদ,নগর জে.এম. ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বেলাল বিন নওয়াব,অত্র প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মতিউর রহমান সরকার শিশু বিদুৎসাহী সদস্য সরকার মুক্তা,সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ, প্রভাষক ওবায়দুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক দবির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরিশেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ