সৈয়দপুরে আগুনে সাতটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীতে ভয়াবহ আগুনে সাতটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। গত রোববার
(১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছইল পলিপাড়ায় ওই আগুনের ঘটনাটি ঘটেছে। আগুনে পরিবারগুলোর ১৩টি টিনের ঘর, ঘরে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র, কাপড়চোপড়সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অগ্রহায়ণ মাসের শীতে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছইল পলিপাড়ার আছাদুল ইসলামের বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। আর মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশে থাকা মমতাজ আলী, আলমগীর হোসেন, আব্দুস্ সামাদ, শাহিন বাদশা, আবুল কালাম আজাদ ও জুলফিকার আলীর বাড়িতে দ্রæতগতিতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে পরিবারগুলোর বাড়ির ১৩টি টিনের ঘর, ঘরে থাকা ধান, পাট, চাল, আলু, হাঁস-মুরগী, কবুতর, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়সহ সব কিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে পরিবারগুলোর সদস্যরা নিজেদের পরণের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেননি। তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যূতিক শর্টসাকিট কিংবা মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়।
খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট) গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের পূর্নবাসনের জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
খাতামধুপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের নামের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন পাঠানো হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: