সৈয়দপুরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারী - ৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ নভেম্বর) রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি শফিকুল ইসলাম জনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, প্রচার সম্পাদক আবু সরকার, পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রূপা হোসেন, জেলা তাঁতী দলের সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আর আগামী সংসদ নির্বাচনে নীলফামারী -৪ আসনে বিএনপি আব্দুল গফুর সরকারকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। অথচ কেন্দ্রের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৬ বছরে হামলা মামলা, নির্যাতন সহ্য করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকলেও ষড়যন্ত্রকারীদের মাঠে দেখা যায়নি। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নেতৃত্বেই প্রতিটি আন্দোলন আমরা সফল করেছি। তাই দলের মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারকে সংসদ সদস্য নির্বাচিত করতে বিএনপিসহ অঙ্গদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বক্তারা বলেন, ধানের শীষ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা কখনই শহীদ জিয়ার সৈনিক ও বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারেনা। তারা সব জায়গায় ষড়যন্ত্রকারী হিসেবে চিহৃিত হবেন। কোন ষড়যন্ত্রই বিএনপি তথা ধানের শীষের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। যারাই ধানের শীষের বিপক্ষে যাবে, তাদের জন্য দল সাংগঠনিক ব্যবস্থা নিবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।
এর আগে দলীয় কার্যালয় থেকে ধানের শীষের সমর্থনে শহরের বিশাল মিছিল বের করা হয়। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, ৩১ দফা বাস্তবায়নের মার্কা ধানের শীষ মার্কা প্রভূতি শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: