সুনামগঞ্জে ভারতীয় কার্তুজের চালান জব্দ
ভারতীয় কার্তুজের চালান জব্দের ঘটনায় চার অস্ত্র চোরাকারবারির নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সীমান্ত গ্রাম আমপাড়া(রাজানগর) মঙ্গলকাটার জামাল মিয়ার ছেলে মামুন মিয়া,একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে উবায়দুল,রাজানগর (সনিলকারা)মঙ্গলকাটার ইদ্রিস আলীর ছেলে আনোয়ার হোসাইন,নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের ফজলুল হকের ছেলে মামুন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ৩ থেকে ৪ অস্ত্র চোরাকারবারিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুর রহিম জিবান বাদী হয়ে শনিবার (১৫ নভেম্বর) রাতে অস্ত্র আইনে ওই মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জ সীমান্তের ওপার (ভারত) থেকে দুটি মোটরসাইকেল যোগে দুটি ব্যাগভর্তি করে কার্তুজের চালান নিয়ে যাবার পথে জামালগঞ্জের সাচনা বাজার এলাকা থেকে সকালে মামুন ও উবায়দুল নামে দুই অস্ত্র চোরাকারবারিকে ডিবি পুলিশের টিম গ্রেফতার করে শনিবার সকালে।
এরপর তাদের হেফাজতে থাকা দুটি ব্যাগ তল্লাশী করে প্রতিটিতে লিখা ভারতের তৈরি ৯৫০ রাউন্ড শর্ট গানের কার্তুজ (প্রতিটি ৭০ এমএম ১২ বোর), একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। একই সময় গ্রেফতার দুই অস্ত্রকারবারির সাথে আসা অপর দুই অস্ত্র চোরাকারবারি আনোয়ার হোসাইন, মামুন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
মঙ্গলবার জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান,মামলায় গ্রেফতার দুই আসামিকে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান,পলাতক অপর দুই আসামিকে দ্রুত গ্রেফতার করে অস্ত্র চোরাকারবারের সাথে জড়িত অন্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিজ্ঞ আদালতে সকল আসামিদের রিমান্ড আবেদন করবে পুলিশ।

সিলেট সুনামগঞ্জ প্রতিনিধি