সাপাহারে জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবিলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য নওগাঁর সাপাহারে “ঈষরসধঃব অপঃরড়হ ধঃ খড়পধষ খবাবষ(ঈঅখখ)” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে ঈঅখখ প্রকল্প কারিতাস বাংলাদেশ এর আয়োজনে, ঈষরসধঃব অপঃরড়হ ধঃ খড়পধষ খবাবষ(ঈঅখখ) এর সহযোগিতায় এবং কারিতাশ রাজশাহী অঞ্চল এর বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির লক্ষে অবহিতকরণ সভায় বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনা গ্রহন করা হয়।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন ফাদার বাবলু কোড়াইয়া, পাল পুরোহিত চাঁদপুকুর মিশন বাঁকরইল পত্নীতলা, ফাদার মিল্টন কস্তা এস জে, পাল পুরোহিত সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল মিশন, সাপাহার নওগাঁ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, প্রকল্প প্রজেক্ট ম্যানাজার মো: আবুল বাশার মোল্লা, কারিতাস রাজশাহী অঞ্চল, মো: আমিনুল ইসলাম উপজেলা ম্যানাজার কারিতাস, মি: জন পিউরীফিকেশন প্রজেক্ট ফিনান্স এন্ড এডমিনিস্ট্রেশন অফিসার।
এছাড়াও উপজেলার সকল দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান, সদস্য, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: