ঘোড়াঘাটে সমাজ সেবা অফিসে জীবিত মানুষকে মৃত বানানো হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাটে সমাজ সেবা অফিসে জীবিত বয়স্ক ভাতা পাওয়া মানুষকে মৃত বানানো হয়েছে। জানা যায়, ঘোড়াঘাট পৌর চককাঁঠাল গ্রামের ৬নং ওয়ার্ডের রাবিয়া বেওয়া সে ৪ বছর ধরে বয়স্ক ভাতা পান। কিন্তু এরপর গত ২ বছর ধরে আর বয়স্ক ভাতা পান না। এ ব্যাপারে রাবিয়া বেওয়া ঘোড়াঘাট উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে কথা বললে তারা জানান আপনি তো মারা গেছেন। এ কারণে রাবিয়া বেওয়া আর বয়স্ক ভাতা পান না। ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার আব্দুল আল মামুন কাওছার শেখ এর নিকট গেলে সে রাবিয়া বেওয়াকে বলেন আপনি জীবিত মানুষ আপনাকে মৃত কে বানিয়েছে তা খঁতিয়ে দেখা হবে। রাবিয়া বেওয়া জীবিত মানুষ মৃত্যুর কথা ছড়িয়ে পড়লে ব্যাপারটি চাঞ্চল্যকরের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানান।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি