সৈয়দপুরে বাউস্টে ক্যারিয়ার কার্নিভাল ৪.০ অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (বাউস্টে) ক্যারিয়ার কার্নিভাল ৪.০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে চত্বরে ক্যারিয়ার সোসাইটি অব বাউস্ট চতুর্থ বারের মতো ক্যারিয়ার কার্নিভাল ৪.০ এর আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় ওই কার্নিভালের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের (বাউস্টে) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অবঃ), ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ) এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবঃ)।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের শেষে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি বিভিন্ন কোম্পানির বুথ পরিদর্শন করেন।
এর পর পরই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো মেলা প্রাঙ্গণ। এই কার্নিভালে শিক্ষার্থীদের সিভি জমা দেওয়া থেকে শুরু করে ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ পাওয়ার সুযোগ ছিল ।
চাকরিদাতা স্বনামধন্য কিছু বড় কোম্পানিকে এক সঙ্গে পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ধরণের আয়োজন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে সহায়ক হবে বলে শিক্ষার্থীরা মত প্রকাশ করেন।
ক্যারিয়ার কার্নিভালে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাণ, আরএফএল, ইপিলিয়ন গ্রুপ, ইকু গ্রুপ, সিওয়াই মোল্ডিং এবং নোয়াহ,তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর, বেপজা, ভেনচুরা, এসইও কেয়ার, আইডিয়া হাব, এলিট ইন্টেরিয়র, ইন্সপায়ার্ড টেক, ব্লি লেদার, সিংক ক্রন টেক, ওয়াইজেন ইঞ্জিনিয়ারিং, এমএন্ডইউ, অভিজাত গ্রুপ, ব্ল্যাক ডেভস, টিএইচটি স্পেস ইলেকট্রিক্যাল, আরএকে সিরামিকস, রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ (নোয়া গ্রুপ) সহ আরও অনেকে অংশ গ্রহণ করে।
বিকালে সমাপণী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের সুবিধার্থে এ রকম অনুষ্ঠান প্রতিবছরে আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। তিনি অনুষ্ঠানের স্পন্সর ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের প্রতিনিধিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।
সমাপণী অনুষ্ঠানের বাউস্টের ক্যারিয়ার কার্নিভাল ৪.০ এর টাইটেল স্পন্সর ছিল ট্রাস্ট ব্যাংক, কো-টাইটেল স্পন্সর পূবালী ব্যাংক, বেভারেজ পার্টনার প্রাণ ফ্রুটো, স্ন্যাকস পার্টনার প্রাণ ও অল টাইম এবং হসপিটালিটি পার্টনার ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট, মিডিয়া পার্টনার সময় টিভি, প্রথম আলো, নিউ নেশন, স্বাধীনতার বার্তা।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: