মা-শিশু কর্মসূচির নির্দেশিকা বিষয়ক শেরপুরে কর্মশালা
বগুড়ার শেরপুর উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচির ‘বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা। “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দ্য মাদার অ্যান্ড চাইল্ড বেনেফিট প্রোগ্রাম (এসআইএমসিবিপি)” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তাঞ্জিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, পআরও পড়ুন → পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, অগ্রণী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক শামসুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তাওহীদ ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ কাফি।
কর্মশালায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং কর্মসূচির বর্তমান ও সম্ভাব্য উপকারভোগী শতাধিক নারী অংশ নেন।
নতুন নির্দেশিকা-২০২৪ অনুযায়ী উপকারভোগী নির্বাচন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা বিতরণ, গর্ভকালীন স্বাস্থ্যসেবা গ্রহণে বাধ্যবাধকতা, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং সার্বিক বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শেরপুর প্রতিনিধি