আত্রাইয়ে জলবায়ু পরিবর্তন ও মোকাবেলার কৌশল বিষয়ে সংলাপ সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাই উপজেলায় বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও মোকাবেলার কৌশল বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও নাগরিক সমাজ সংগঠনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আবু আনাছ এর সভাপতিত্বে অগ্রযাত্রা প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী'র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. মো: বেলাল হোসেনসহ প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তাবৃন্দ। অগ্রযাত্রা প্রকল্পের আত্রাই উপজেলা ইউনিট একাউন্টের গোলাম মোস্তফা, কমিউনিটি সিএসও দলের সভানেত্রীগণ। সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা ম্যানেজার আব্দুল রউফ মিলন। প্রেজেন্টেশন উপস্থাপনায় কার্যক্রম ভালো লাগায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের সফলতা কামনা করেন।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :